নারী চিকিৎসকের ওপর হামলার দায়ে আওয়ামী লীগ নেতা ও ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিটিভ জেলে

জুলহাস মাদবর ও শহীদুল ইসলাম হামলা করে ডাক্তার নুসরাত তারিন তন্বির ওপর
শরীয়তপুরে ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিটিভের চাহিদামতো ঔষধ না লিখায় এক নারী চিকিৎসক্রে উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই চিকিৎসকের স্বামী ও মা কেও পিটিয়ে আহত করে ওই রিপ্রেজেন্টিটিভ ও তার লোকজন। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনা দুই আসামীকে আটকের কথা জানিয়েছে শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম।
আটককৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষায়ক সম্পাদক জুলহাস মাদবর ও ল্যাব এইড ফার্মাসিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টিটিভ শহীদুল ইসলাম।
ডাক্তার নুসরাত তারিন তন্বী বলেন, আমি ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসাবে কমরত আছি। ল্যাব এইড ফার্মাসিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টিটিভ শহীদুল ইসলাম তার নিজ কোম্পানীর ঔষধ প্যাসক্রাইব করার জন্য আমাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল। তার কোম্পানীর ঔষধ না লিখায় ক্ষিপ্ত হয়ে গেল রাত ৮টার দিকে আমার উপর হামলা চালায়। আমার চিৎকার চেচামেচি শুনে স্বামী ডা. মঞ্জুরুল ইসলাম ভ’ইয়া রাফি ও আমার মা মাসুমা খাতুন লাকি এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে তারা। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।
ডাক্তার নুসরাত তারিন তন্বির মা মাসুমা খাতুন লাকি বলেন, ওরা নিদয় ভাবে আমার মেয়েকে মেরেছে। আমি তাকে উদ্ধার করেত গেলে আমাকেও পিটিয়ে আহত করে।
ডাক্তার নুসরাত তারিন তন্বর স্বামী ডাঃ মন্জুরুল ইসলাম ভুইয়া রাফী বলেন, আমি এই ঘটনার দৃষ্টান্তুমলক শাস্তি চাই।
শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ডাক্তার দম্পতির উপর হামলার ঘটনায় আমরা প্রধান আসমাীসহ দুই জনকে গ্রেফতার করেছি। অপাধিদের অবশ্যই আইনের মোখমুখি করা হবে।
মন্তব্য করুন: