ঢামেকের মর্গে এখনও পড়ে আছে ৫ মরদেহ

ঢাকা মেডিকেল কলেজের মর্গে এখনও রয়েছে ৫ মরদেহ। এর মধ্যে একজন নারী সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ও এক যুবককে একাধিক পরিবার দাবি করায় তাদের লাশ হস্তান্তর হচ্ছে না।
এছাড়া অন্য তিন জনের লাশ নিতে কেউ আসেনি। তাদের মধ্যে এক শিশু, এক নারী ও একজন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনে ৪৬টি লাশের মধ্যে ৪১ জনকে শানক্ত করা হয়েছে।
আরও পড়ুন: নিহতের মধ্যে ৪০ জনের পরিচয় মিলেছে, স্বজনরা বুঝে নিয়েছে ৩৫ মরদেহ
পাঁচ জনের মরদেহ শনাক্তে ডিএনএ টেস্টের আবেদন করা হয়েছে। প্রিয়জনের খোঁজে হাসপাতালে এসে ভিড় করেছেন স্বজনরা। মরদেহ শনাক্তের পর শেষ ঠিকানায় নিয়ে যাচ্ছেন আপনজনকে। তবে অনেকেই খুঁজে পাননি আগুনে দগ্ধ প্রিয়মুখটি। মরদেহ দ্রুত শানাক্ত করে আপনজনকে ফিরিয়ে দিতে ডিএনএ টেস্টের ব্যবস্থা করেছে প্রশাসন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বার্ন ইউনিটে চিকিৎসাধীন আহতদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বলেন, প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ সব রোগীর দায়িত্ব নিয়েছেন। উন্নত চিকিৎসার আশ্বাসও দেন মন্ত্রী।
বিভি/কেএস/টিটি
মন্তব্য করুন: