• NEWS PORTAL

  • বুধবার, ২৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট

বড় আকারের গরুর চাহিদা কম, ছোট ও মাঝারিতেই আগ্রহ

প্রকাশিত: ০০:৪৪, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
বড় আকারের গরুর চাহিদা কম, ছোট ও মাঝারিতেই আগ্রহ

রাজধানীর কোরবানির পশুর হাট এখন জমজমাট। শনিবার (১৫ জুন) দুপুর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। বড় আকারের গরুর চাহিদা তুলনামূলক কম। তবে ছোট ও মাঝারি সাইজের গরুর দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। বিক্রেতারা জানিয়েছেন, প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি করতে পারছেন না তারা। 

দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমি বিক্রেতারা ক'দিন আগেই এসেছেন ঢাকার বিভিন্ন অস্থায়ী পশুর হাটে। নানা জাত ও আকারের গরু নিয়ে ক্রেতাদের অপেক্ষায় বিক্রেতারা।

রাজধানীর কমলাপুর পশুর হাটে শনিবার দুপুরের পর থেকেই বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা।

মৌসুমি পশু বিক্রেতাদের অনেকেই বলছেন কাঙ্ক্ষিত দামের সাথে ক্রেতাদের দামের পার্থক্য অনেক। তাই এ বছর লোকসান গুনতে হবে বলেও আশঙ্কা কারো কারো । 

রাজধানীর অনেক বাসিন্দা ঈদের আগের দিন পশু কিনতে চান। তবুও দরদাম যাচাই করতে হাটে এসেছেন আগেভাগেই। রাজধানীর বাস্তবতায় কুরবানির ঈদের আগের দিন পশু বেচাকেনা বাড়তে পারে, এমন আশা করছেন অনেকে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2