• NEWS PORTAL

  • শুক্রবার, ২৮ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

প্রকাশিত: ১৫:৩৮, ২১ জুন ২০২৪

ফন্ট সাইজ
সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

ছবি: সংগৃহিত

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমলেও ৬টি পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।

শেষ ২৪ ঘণ্টায় সিলেটে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুনামগঞ্জে বন্যার কিছুটা উন্নতি হলেও জেলায় এখোনো পানিবন্দী প্রায় সাড়ে ৮ লাখ মানুষ। সবগুলো নদ-নদী বইছে বিপদসীমার ওপর দিয়ে। তবে কিছু এলাকা থেকে পানি নামলেও তলিয়ে আছে নিম্নাঞ্চলের অনেক এলাকা।

সকালে সিলেট নগরীর ক্বীনব্রিজ এলাকায় সুরমা নদীর পানি পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সিলেট-সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষা করতে রিজার্ভার করার কথা বলেন তিনি। ২০টি নদী নের পরিকল্পনার কথাও জানান।

এদিকে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বেড়েছে গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে বইলেও, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি ৩৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2