• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে ছাত্র-পুলিশ সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১২:৪৪, ১৮ জুলাই ২০২৪

আপডেট: ১২:৪৬, ১৮ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে ছাত্র-পুলিশ সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত ব্রীজ এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কয়েক শিক্ষার্থী আহত হয়। সংঘর্ষের কারণে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দিতে যায়। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ এসময় সাউন্ড গ্রেনেড ও ফাকা গুলি ছোড়ে। পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিলে প্রায় দুই ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। এখনো পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে। 

এদিকে চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ থেকে বের হতে চাইলে নগরীর খুলসী এলাকায় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ছাত্রীদের জোর করে আবারও কলেজে ঢুকিয়ে দেয়। এসময খুলসী এলাকায় উত্তেজনা বিরাজ করে।

বিভি/এনটি/ কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2