মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ১০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুরের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জনসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন আমেনা বেগম (৪৫), ইমি(২২),নিহা (১০),আয়াজ(২), রেশমা আক্তার (২৫), ছেলে আব্দুলাহ(৭)।
আহত ১০ জনের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হচ্ছেন প্রাইভেট কারের মালিক নুরে আলম (৩০),ড্রাইভার হাবিবুর রহমান (৩২), নূর আলম এর স্ত্রী অনামিকা (২৫),নাজিয়া (১৭) ও মোটরসাইকেল আরোহী মোঃ সুমন (৩০)।শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় আছে। এদিকে খবর পেয়ে নিহত ও আহতদের সজনেরা হাসপাতালে ছুটে যান। তাদের আহাজারিতে সেখানে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
প্রাইভেট কারের মালিক আহত নূর আলমের বড় ভাই নূর আহমেদ জানান, সকালে তার ছোট ভাই নুর আলম পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার জুরাইন এলাকা থেকে গোপালগঞ্জে তাদের এক আত্মীয়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় তারা ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষা করছিলে। এ সময় বরিশালগামী বেপারী পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদেরকে সজরে পিছন দিক থেকে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুছে যায়। এই ঘটনায় তার ভাইয়ের শাশুড়ি আমেনা বেগম, ভাইয়ের শালিকা ইমি, নিহা, ভাইয়ের ছেলে আয়াজ নিহত হয়।
আহত হয় তার ভাইয়ের স্ত্রী অনামিকা, তার ভাই নুর আলম, ড্রাইভার হাবিবুর রহমান এবং তাদের এক আত্মীয় নাজিয়া। আহত মোটরসাইকেল আরোহী সুমনের ভাই মালেক জানান, তার ভাই সুমন স্ত্রী রেশমা আক্তার, ছেলে আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেল যোগে তার শালিকার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ফরিদপুর যাচ্ছিলেন। সুমন টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। এ সময় পিছন দিক থেকে আসা বেপারী পরিবহনের যাত্রীবাহী বাস তাদের সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছেলে আব্দুল্লাহ নিহত হয়। আহত অবস্থায় রেশমা আক্তার ও সুমনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে রেশমা আক্তার যেখানে মারা যান। সুমনের বাড়ি রাজধানী ঢাকার হাতিরঝিলে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়রা জানান, বাসটি অতিরিক্ত গতিতে ছিল, যা নিয়ন্ত্রণ হারানোর প্রধান কারণ হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাসারা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর আব্দুর রহমান জানান, বেপরোয়া গতিতে বেপারী পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশালের দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়ির উপর উঠিয়ে দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এই দুর্ঘটনা এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে । স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: