• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দাবি আদায়ে আজও রাজপথে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা

প্রকাশিত: ১২:২২, ২৭ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
দাবি আদায়ে আজও রাজপথে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা

ছবি: সংগৃহিত

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা। সোমবার (২৭ জানুয়ারি) নবম দিনে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় শিক্ষকরা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাদের কোনো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ আন্দোলনের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান গণমাধ্যমকে জানান, ‘গতকাল আমরা সচিবালয়ে গিয়েছিলাম। তারা জানিয়েছে, আজ আমাদের বিষয় নিয়ে মিটিংয়ে বসবে। তাদের সভার সিদ্ধান্তের আলোকে আমাদের সিদ্ধান্ত জানাবে। তবে দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ছি না।

এর আগে রবিবার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে পুলিশি বাধার মুখে পরেন ইবতেদায়ি শিক্ষকরা। এক পর্যায় জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2