ব্যবসায়ী মেজবাহ উদ্দিনের খোঁজ মেলেনি ২০ দিনেও, মুক্তিপণ দাবি ২০ লাখ টাকা

প্রতীকী ছবি
রাজধানীর পল্লবী এলাকা থেকে মেজবাহ উদ্দিন রোমান (৪৪) নামে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন গত ২০ দিন ধরে। নিখোঁজের পরদিনই তার মোবাইল থেকে ফোন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচয়ে অজ্ঞাত পরিচয়ধারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মেজবাহর কাছে মাদক পাওয়া গেছে এবং মামলা না দিতে চাইলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলে হুমকি দেন অপহরণকারীরা। এরপর থেকে ওই ব্যবসায়ী সম্পর্কে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত অপহরণ।
ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী নাসিমা খান জানান, তার স্বামী মেজবাহ উদ্দিন রোমান ২৭ মার্চ, রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে তারাবিহর নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিয়ে বাসার নিচে নামেন। এরপর একটি ফোন কল পেয়ে তিনি নিজ মোটরসাইকেল (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-হ-২৫-৯০০৭) নিয়ে বেরিয়ে যান। রাত ৮টা ৭ মিনিটে স্ত্রীর সঙ্গে কথা বলে জানান, তিনি একজনের সঙ্গে কথা বলে নামাজে যাবেন। তবে এরপর আর বাসায় ফেরেননি।
রাত ১২টার দিকে পুনরায় কল করলে, অপরিচিত এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান—তাদের একজন বন্ধু দুর্ঘটনায় আহত হয়েছেন, তারা নবীনগর হাসপাতালে যাচ্ছেন এবং মেজবাহ উদ্দিন গাড়ি চালাচ্ছেন বলে কথা বলা সম্ভব নয়। এরপর ফোন কেটে দিয়ে মোবাইলটি বন্ধ করে দেওয়া হয়।
পরদিন ২৮ মার্চ সকালে নাসিমা খান পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ২৩৪৪) করেন। এর কিছুক্ষণ পর দুপুর ১টা ২৩ মিনিটে মেজবাহ উদ্দিনের ফোন থেকে আবারও একটি কল আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা দাবি করে বলেন, মেজবাহ উদ্দিনের কাছে মাদক পাওয়া গেছে, এবং মামলা না দিতে চাইলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। সন্ধ্যার মধ্যে টাকা জোগাড় করতে বলা হয়। ওই দিন রাত ৮টা ৯ মিনিটে আবার ফোন করে মুক্তিপণের অগ্রগতি জানতে চাওয়া হয়, তবে স্ত্রী মেজবাহের সঙ্গে কথা বলতে চাইলে ফোন কেটে দেওয়া হয় ও পরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
মেজবাহ উদ্দিনের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের (RAB-৩, RAB-৪, PBI, DB, DGFI) সঙ্গে যোগাযোগ করে। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনাটিকে অপহরণ হিসেবেই বিবেচনা করছে। ১০ এপ্রিল, পল্লবী থানায় মেজবাহ উদ্দিন অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি রুজু হয়েছে দণ্ডবিধির ৩৬৪/৩৬৫/৩৪ ধারায় (মামলা নম্বর: ২২)।
এদিকে, ব্যবসায়ীর পরিবার জানিয়েছে, মেজবাহ উদ্দিন দীর্ঘদিন ধরে অল-টাইম ব্রেড কোম্পানির পল্লবী শাখার গোডাউনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেন। অপহরণের আগের দিন পর্যন্ত তিনি স্বাভাবিকভাবেই ব্যবসার কাজ করে গেছেন।
পল্লবী থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এরইমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।
এদিকে, ব্যবসায়ীর সন্ধান চেয়ে স্ত্রী নাসিমা খান মানবিক আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, “১৭ দিন ধরে আমি আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো আশার আলো পাচ্ছি না। আমি একটি স্ত্রীর জায়গা থেকে দেশের প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহানুভূতি কামনা করছি।”
কেউ যদি নিখোঁজ ব্যবসায়ী মেজবাহ উদ্দিন সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে ০১৭১৫৩১২৭৮০ অথবা ০১৭১৫৩৭৬৬১৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।
বিভি/টিটি
মন্তব্য করুন: