• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেঘনা সেতুতে ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কি.মি. যানজট

প্রকাশিত: ১১:৩৩, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মেঘনা সেতুতে ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কি.মি. যানজট

মেঘনা সেতুতে একটি রডবাহী ট্রাক উল্টে রড ছড়িয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সেতুর ঢাকামুখী লেনে অতিরিক্ত রডবোঝাই ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রড সেতুর ওপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল বিঘ্নিত হয়। এতে যানবাহনের ধীরগতির কারণে ধীরে ধীরে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তীব্র যানজট ছড়িয়ে পড়েছে মহাসড়কের মুন্সীগঞ্জ প্রান্তের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2