সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

ঢাকার মোহাম্মদপুর নবীনগর হাউসিং এলাকায় সাংবাদিক তানজির খান রনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মী অংশ নেন।
বক্তারা এ সময় সম্প্রতি সাংবাদিক তানজির খান রনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ‘প্রায়ই দেখা যায়, যখনই কোনো প্রভাবশালী শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা কথা বলতে যান, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে যান, তখনই সাংবাদিককের ওপর হামলা করা হয়, নির্যাতন করা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়।
উল্লেখ্য, গত রবিবার রাত দশটার দিকে মোহাম্মদপুর নবীনগর হাউসিং এলাকায় নবীনগর জামে মসজিদের সামনে চাঁন ফার্মেসীর ভিতরে এই হামলার ঘটনা ঘটে। আনন্দ টিভির সিটি রিপোর্টার তানজির খান রনি ওষুধ কেনার উদ্দেশে চাঁদ ফার্মেসীর ভিতরে গেলে সঙ্গে সঙ্গে হঠাৎ করে একদল কিশোর বয়সী বখাটে যুবক এসে প্রথমে তাকে ঘিরে ধরে জোর করে ভেতর থেকে টেনে বের করার চেষ্টা করে এবং গালিগালাজ ধস্তাধস্তি করে। তাদের হাতে তখন দেশীয় অস্ত্র এবং লাঠি ছিল। এই দেখে চাঁন ফার্মেসীর মালিক স্বেচ্ছাসেবক দলের আদাবর থানার আহ্বায়ক হাসান বুঝতে পারে তারা রনিকে হত্যার উদ্দেশে এসেছে। তখন হাসান এলাকাবাসীর সহযোগিতায় সাংবাদিকে তাদের হাত থেকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এর আগে বাড়িতে গিয়ে হামলা করে বাড়ির থাই গ্লাস ভেঙে দিয়ে যায়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফেসবুকের ফেক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা হচ্ছে। এই হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: