• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে খাল পরিষ্কারে নেমেছে জামায়াত, সঙ্গে মেয়র শাহাদাত

প্রকাশিত: ১৭:৫০, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে খাল পরিষ্কারে নেমেছে জামায়াত, সঙ্গে মেয়র শাহাদাত

ময়লা-আবর্জনায় পূর্ণ চট্টগ্রাম নগরীর একটি খালের প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামী। জলাবদ্ধতা নিরসনে নগরীর বাকলিয়ায় বির্জা খাল পরিচ্ছন্ন করার জন্য জামায়াতের এ উদ্যোগ নিয়ে এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বির্জা খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে নগরীর বাকলিয়ার ইছহাকের পুল এলাকার অছি মিয়া দোস্ত ভবনের মাঠে জামায়াত ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণসমাবেশে নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের উন্নয়নে আমরা সিটি কর্পোরেশনকে সর্বোচ্চ সহায়তা করবো। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ভুলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই্ উল্লেখ করে তিনি বলেন, আমাদের কয়েকটা বাজারের দায়িত্ব দিন। সেই বাজারগুলোকে জামায়াতে ইসলামীর কর্মীরা চায়নার শহরের মতো সুন্দর করে সাজিয়ে আপনাকে উপহার দিবে। পাশাপাশি ১০টি স্কুলে কাজ করার সুযোগ দিন। সেগুলোর আঙ্গিনাসহ আশেপাশের এলাকা জামায়াতের কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2