• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রান্নার সময় গ্যাস লিকেজ, বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

প্রকাশিত: ১৫:২০, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রান্নার সময় গ্যাস লিকেজ, বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

রবিবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে গরম পানির গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তিনজন হলেন-কুলসুম আক্তার (২৫), রিয়াজ হোসেন (২১), কামরুন্নেসা রোজিনা (৪৫)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলায়। ফকিরাপুল এলাকায় ভাড়া থাকতেন তারা।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ইব্রাহিম খলিল বলেন, দুপুরের দিকে রান্না করার সময় বিস্ফোরণে দগ্ধ হন তারা। পরে আমরা প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে তাদের।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুপুরের দিকে ফকিরাপুল থেকে দগ্ধ অবস্থায় নারীসহ তিনজনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। দগ্ধের পরিমাণ পরে জানাবে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2