চট্টগ্রামে পাহাড় কেটে অবৈধভাবে নির্মিতব্য বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে সিডিএ

পাহাড় কেটে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করায় চট্টগ্রাম নগরীর আসকার দীঘিরপাড় এলাকায় স্বপ্নীল আবাসন নামের ডেভেলপার প্রতিষ্ঠানের একটি বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
সোমবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে। পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করায় এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদফতর বারবার নোটিশ দিলেও সেসবের তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মান অব্যাহত রাখে ডেভেলপার প্রতিষ্ঠানটি।
এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ভবন নির্মাণের কাজ চালিয়ে যেতে হাইকোর্টে রিট করে আদেশ নিয়ে আসেন জমির মালিকেরা। তবে ওই রিটে এটা উল্লেখ করা হয়নি, জায়গাটিতে পাহাড় আছে। কিন্তু গতকাল উচ্চ আদালতে জমির মালিকদের করা স্টে আর্ডার খারিজ হয়ে যাওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালিয়ে এই বহুতল ভবনটি গুড়িয়ে দেওয়া হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: