বৃহস্পতিবারের মধ্যে উন্মুক্ত খাল-নালার তালিকা জমাদানের নির্দেশ চট্টগ্রামের মেয়রের

ছবি: মেয়র ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার অরক্ষিত খাল, নালা ও ড্রেনের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে বৃহস্পতিবারের মধ্যে তালিকা প্রণয়ন ও জমাদানের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীতে বৃষ্টি বা জোয়ারের পানিতে অরক্ষিত খাল, নালা, ড্রেনে পড়ে প্রাণহানি ঠেকাতে নগর ভবনে প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের সাথে আয়োজিত এক বিশেষ সভায় মেয়র এ নির্দেশ দেন।
গত শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরীর কাপাসগোলা এলাকায় নালায় পড়ে মারা যায় ছয় মাস বয়সী এক শিশু। এর আগেও গত কয়েক বছরে নালায় পড়ে শিশুসহ বেশ কয়েকজনের প্রণহানি ঘটে নগরীতে।
এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কর্মরত প্রকৌশলী, পরিচ্ছন্নতা বিভাগের জোন প্রধানবৃন্দ আগামী বৃহস্পতিবারের মধ্যে স্ব-স্ব আওতাধীন ওয়ার্ডের কোথায় ম্যানহোলের ঢাকনা নেই, কোথায় স্ল্যাব খোলা আছে, কোথায় উন্মুক্ত নালা-খাল আছে তা চিহ্নিত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন চসিক মেয়র।
বিভি/এআই
মন্তব্য করুন: