• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডাইরি ও ফেসবুকে যা লেখা ছিল

প্রকাশিত: ১৫:৫১, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডাইরি ও ফেসবুকে যা লেখা ছিল

রাজধানীর হাতিরপুলের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকারের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়টির চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী। 

মঙ্গলবার (২২এপ্রিল) সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে সোমবার (২২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে হাতিরপুল ফ্রী স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বর বাড়ির ৯ম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, দুই রুমের ফ্ল্যাটটিতে পিনাক এবং তার সহপাঠী জাহিদ হাসান থাকতেন। সন্ধ্যায় তার রুমমেট বাসায় ফিরে ফ্ল্যাটে ঢুকে পিনাক রঞ্জনের রুমটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে থানায় খবর দিলে ওই বাসায় গিয়ে দরজা ভেঙে রুমের ভেতর ঢুকে দেখা যায়, ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন তিনি। তখন ঝুলন্ত অবস্থা থেকে তাকে নিচে নামিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক সহপাঠীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত একমাস আগে তার সঙ্গে বিচ্ছেদ ঘটে। সেই কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তার রুম থেকে একটি ডাইরিতে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা এমন একটি নোট পাওয়া গেছে। এ ছাড়া তিনি ফেসবুকেও একই কথা লিখে পোস্ট করেছিলেন।

এসআই আরও জানান, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যর যেকোনো সময় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এরবাইরেও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার সহপাঠী ও রুমমেট জাহিদ হাসান জানান, গতকাল সন্ধ্যায় তিনি অফিস থেকে বাসায় ফিরে পিনাকের রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এরপর তিনি অনেকক্ষণ ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের এবং প্রক্টরিয়াল টিমকে বিষয়টি জানান এবং ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন।

জাহিদ আরও জানান, তাদেরই এক সহপাঠীর সঙ্গে পিনাকের প্রেমের সম্পর্ক ছিল। মাসখানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপরে কয়েকদিন মন খারাপ করে থাকলেও বর্তমানে তাকে দেখে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল।

মৃত পিনাকের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলায়। ঢাবির চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী তিনি। পড়ালেখার পাশাপাশি একটি চিত্রাঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শেখাতেন তিনি।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: