• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ১৬:৪৩, ২৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৪৪, ২৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল)  দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। 

দুপুরে বাহির সিগন্যাল এলাকায় জব্দকৃত ব্যাটারী চালিত অটোরিক্সা ফেরত ও পুলিশের হয়রানি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।  এসময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের  ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এসময় অটোরিকশা চালকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকল ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে টিয়ারশেল ছোড়ে। এরপর সেনাবাহিনীর সদস্যরা গেলে চালকরা সড়ক ছেড়ে পালিয়ে যান।

গত চারদিনে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৮০০’র বেশি ব্যাটারিচালিত রিক্সা জব্দ করা হয়েছে। 

বিভি/এআই

মন্তব্য করুন: