• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মালয়েশিয়ার শর্ত মেনে দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২০:৪১, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৪২, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মালয়েশিয়ার শর্ত মেনে দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

মালয়েশিয়া সরকারের সকল শর্ত মেনে দ্রুত সময়ের মধ্যে শ্রমবাজার উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাধারণ সদস্যরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন গার্ডেনস্থ প্রবাসী কল্যাণ ভবন চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, মালয়েশিয়াসহ ১৩টি দেশ বর্তমানে শ্রমিক নিয়োগে আগ্রহী এবং তাদের সঙ্গে কাজ করছে। তবে বাংলাদেশ এ বিষয়ে পিছিয়ে থাকায় প্রায় ১২ লাখ কর্মীর চাহিদা মেটানো থেকে পিছিয়ে পড়ছে, যা দেশের জন্য প্রায় ৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য রেমিট্যান্স হারানোর শঙ্কা তৈরি করেছে।

স্মারকলিপিতে বায়রার সদস্যরা বলেন, ‘অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় এবং স্বল্প ব্যয়ে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে মালয়েশিয়াসহ বন্ধ থাকা সকল শ্রমবাজার দ্রুত খোলার ব্যবস্থা করতে হবে। সরকার যে পদ্ধতিতেই শ্রমবাজার খুলুক, বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক হিসেবে আমরা তা যথাযথভাবে অনুসরণ করে সর্বোচ্চ সহায়তা প্রদান করবো।’

মানববন্ধনে বক্তব্য রাখেন আল সুপ্ত ওভারসীসের ফরিদ আহমেদ মজুমদার, পূরবী ইন্টারন্যাশনালের মোহাম্মদ মহিউদ্দিন, আর্থ স্মার্ট বাংলাদেশের মোহাম্মদ মাহফুজুর রহমান, ইএমএস ইন্টারন্যাশনালের এএমএস সাগর, তাসনিম ওভারসীসের মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, আল আকাবা এসোসিয়েটের মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস, আল গিফারীর সাগর মাহমুদ, স্কাইল্যান্ড রিক্রুটিংয়ের মোহাম্মদ মনিরুজ্জামান, আরমান এয়ার ইন্টারন্যাশনালের এডভোকেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ফ্রিডম ওভারসীসের কফিল উদ্দিন মজুমদার, এসএফ গ্লোবালের হাওলাদার ফোরকান উদ্দিন এবং দুবাই প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দেশের অর্থনীতি, অভিবাসী শ্রমিক এবং বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর স্বার্থ বিবেচনায় দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

বিভি/এসজি

মন্তব্য করুন: