• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পল্লবীর ঝিলপাড়ের আবাসিক সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধের দাবি

প্রকাশিত: ২১:০৭, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পল্লবীর ঝিলপাড়ের আবাসিক সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধের দাবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন পল্লবী ঝিলপাড়ের আবাসিক সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত মিরপুর—১২ সেকশনের পল্লবী ঝিলপাড় এলাকার ২৫ ও ২৯ নম্বর সড়কটি আবাসিক এলাকার ১৫ ফুট প্রশস্ত একটি সড়ক। এটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এখানে একটি মসজিদ ও এতিমখানা, মাদ্রাসা রয়েছে। এই সরু আবাসিক এলাকার রাস্তা দিয়ে ২৪ ঘণ্টা ইট, বালু, মাটি, পাথর বহনকারী বিশালাকৃতি ট্রাক, লরি, কাভার্ডভ্যান, পণ্যবাহী, যাত্রীবাহী হালকা ও ভারী যানবাহন চলাচল করে। 

এতে এলাকাবাসী নিম্নোক্ত দুর্ভোগের শিকার হচ্ছে:

পরিবেশ দূষণ: পুরোনো ভারী যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, রাস্তার ওপর ছড়ানো বালু ও ধুলা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। 

অসহনীয় শব্দ দূষণ: ভারী যানবাহনের শব্দে শিশুসহ বয়স্ক ও অসুস্থ মানুষের ঘুম, বিশ্রাম ও মানসিক শান্তি চরমভাবে ব্যাহত হচ্ছে। বয়স্ক মানুষজন প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে এবং দিন দিন বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। 

সড়ক দুর্ঘটনা ও যানজট: সরু রাস্তা হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে ও যানজটে স্কুলগামী শিশু, অফিসগামী মানুষ ও পথচারীরা বিপাকে পড়ছে। 

ভবন ধসে পড়ার ঝুঁকি: যানবাহনের কম্পন ও অতিরিক্ত ওজনের কারণে রাস্তার পাশের পুরাতন বিল্ডিংগুলোর স্থায়িত্ব হুমকির মুখে পড়ছে। অনেক বাড়ির ওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং বাড়ির ভিতরের বেসিন ফেটে যাওয়ার মত ঘটনা বিদ্যমান। 

সম্প্রতি উক্ত এলাকাবাসীর পক্ষ থেকে আবাসিক এলাকার রাস্তা দিয়ে যানবাহণ চলাচল বন্ধের জন্য পরিবেশ অধিদফতর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা (অঞ্চল—২), উপ—পুলিশ কমিশনার (ট্রফিক, মিরপুর) বরাবর আবেদন করা হয়।


 

বিভি/টিটি

মন্তব্য করুন: