• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে: ফরহাদ মজহার

প্রকাশিত: ১৫:২০, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:৪৩, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে: ফরহাদ মজহার

অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে অনেকক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীতে বিশুদ্ধ পানি নিশ্চিতের দাবিতে আয়োজিত এক সমাবেশে, যে সরকার বোতলে পানি বেচে সেই সরকার জনগণকেও বেচতে পারে বলে মন্তব্য করেন তিনি। 

দরিদ্র শ্রমজীবী মানুষের জন্য রাজধানীর মোড়ে মোড়ে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ নামের তিনটি সংগঠন।

অন্তর্বর্তী সরকারের কাছে বিনামূল্যে নিরাপদ পানি নিশ্চিতের দাবি তুলে ধরেন বক্তারা।

এসময়, পানি কমিশন গঠনের দাবি করে ফরহাদ মজহার বলেন, পানি সমষ্টিগত সম্পদ, কোনো কোম্পানির হাতে এই সম্পদ সরকার তুলে দিতে পারে না। 

জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তবর্তী সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে এসময় সমালোচনা করেন তিনি।

বিনামূল্যে সুপেয় পানি নিশ্চিত না হলে জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মিছেলের হুঁশিয়ারি দেন বক্তারা।

বিভি/টিটি

মন্তব্য করুন: