যুবদলের উদ্যোগে ধানমন্ডি লেক পরিষ্কার অভিযান সম্পন্ন

পরিবেশ সচেতনতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে ধানমন্ডি লেক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অংশ নেন স্থানীয় যুবদল নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধানমন্ডি থানা যুবদলের নেতা সাজ্জাদ মাহমুদ সোহেল বলেন, আমরা যুবদল শুধু রাজপথে নয়, জনগণের কল্যাণে মাঠেও আছি। তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ২৮ নম্বর দফায় উল্লেখ করা হয়েছে 'পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা হবে'। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই লেক পরিষ্কার কর্মসূচি। এটা শুধু একটি প্রতীকী কাজ নয়, এটা আমাদের দায়বদ্ধতার প্রকাশ।
তিনি আরও বলেন, একটি সুন্দর ঢাকা গড়ে তোলার জন্য আমরা প্রতিটি থানা ও ওয়ার্ডে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাবো। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
ধানমন্ডি থানা যুবদলের আরেক নেতা মনির হোসেন বলেন, আমরা বিশ্বাস করি, রাজনীতি মানেই শুধু আন্দোলন নয় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি, যুবদলের নেতাকর্মীরা নিজেদের এলাকা নিয়ে দায়িত্বশীল। আমাদের ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে পুরো ধানমন্ডিকে একটি পরিচ্ছন্ন ও সচেতন এলাকার মডেলে পরিণত করা।
এ ধরনের উদ্যোগ যুব সমাজের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সাধারণ মানুষ এবং এলাকাবাসীরাও ধানমন্ডি যুবদলের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: