সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্টকে সংবর্ধনা

আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত ডক্টরেট ডিগ্রী অর্জন করায় ঐতিহ্যবাহী সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট ও নিরাপদ সড়ক চাই সাভার শাখার কার্যকরী সদস্য মোহাম্মদ কামরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ কামরুজ্জামান সম্প্রতি উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন’ ডিগ্রী অর্জন করেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সাভার থানা রোডের একটি রেস্তোরা মিলনায়তনে নিরাপদ সড়ক চাই সাভার উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
আরও উপস্থিত ছিলেন সাভার বিশ্ব বিদ্যালয় কলেজের প্রথম ভিপি ব্যবসায়ী শওকত আলী মাহমুদ, জাতীয় পদকপ্রাপ্ত বিদ্যোৎসাহী সালাউদ্দিন খান নঈম, সাভার উপজেলা মহিলা পরিষদের সভাপতি পারভীন ইসলাম, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার, সাভার সিটিজেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়াকিলুর রহমান প্রমুখ।
এছাড়া স্থানীয় বিশিষ্টজনরা সভায় উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পগণ সঙ্গীত পরিবেশন করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: