এবার মিরপুর-১০কে হকারমুক্ত করার ঘোষণা

রাজধানীর মিরপুর ১০ নম্বরকে অটোরিকশামুক্ত করার ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। এবার ওই এলাকার ফুটপাত হকারমুক্ত করার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ এপ্রিল) মিরপুরের সেনপাড়ায় নগরবাসীর সমস্যা সমাধানে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এমনটা জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, 'মিরপুর ১০ নম্বরের ফুটপাত হকারমুক্ত করা হবে। পাশাপাশি অবৈধ স্থাপনাও উঠিয়ে দেওয়া হবে। এ ছাড়া হোপ মার্কেটের ফুটপাত উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করবো। তবে হকারদের পুনর্বাসনে বিকল্প ব্যবস্থা করা হবে। এই শহরটা সবার, সবাই একসঙ্গে বসবাস করবো। তবে সেটি অন্যকে কষ্ট দিয়ে নয়।'
সিটি করপোরেশনের কাজ গতিশীল করতে ওয়ার্ডগুলোয় কমিটি দিতে সরকারকে অনুরোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওয়ার্ডগুলো ভেঙে গেছে, কোনো কাউন্সিলর নেই। কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। এজন্য সরকারকে বলছি ওয়ার্ডে কমিটি দিতে হবে।
সিটি করপোরেশনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, সিটি করপোরেশনের কাজ পরিচালনায় জনবলে সীমাবদ্ধতা আছে। এরপরও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে পাশে পাচ্ছি। এজন্য কাজ করতে সহজ হচ্ছে। সমস্যা সমাধানে দেশ-বিদেশের সবার সঙ্গে যোগাযোগ রাখছি।
ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের একটি অ্যাপ আছে, সেটির পাসওয়ার্ড দিচ্ছেন না ফ্যাসিবাদীরা। তবে এর প্রতিকারে আইনি ব্যবস্থা নিচ্ছি। নগরবাসী ওয়েবসাইটেই নিজ এলাকার সমস্যা জানাতে পারবে। আমরা ডিজিটাল গর্ভন্যান্সের মাধ্যমে নগরবাসীর সমস্যা সমাধান করবো।
বিভি/টিটি
মন্তব্য করুন: