• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজপথে নামার ঘোষণা দিলো ওলামা-মাশায়েখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ২২ অক্টোবর ২০২২

আপডেট: ১৯:২২, ২২ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
রাজপথে নামার ঘোষণা দিলো ওলামা-মাশায়েখ

কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা ও ইসলামের নামে তাদের সব প্রকাশনা প্রচার-প্রচারণা নিষিদ্ধের দাবিসহ ৪ দফা কর্মসূচিতে এবার বিভাগীয় ও জাতীয় মহাসমাবেশসহ রাজপতে নামার ঘোষণা দিয়েছে ওলামা-মাশায়েখ।

অন্য দফাগুলো হলো- প্রশাসনের সব গুরুত্বপূর্ণ দফতরে খতমে নবুওয়াতের ফাইল প্রদান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাবর স্মারকলিপি এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা ও ইসলামের নামে তাদের সব প্রকাশনা প্রচার-প্রচারণা নিষিদ্ধের দাবি। 

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর গুলিস্তান কাজী বশির মিলনায়তনে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আমির আল্লামা আব্দুল হামিদ (মধুপুরের পীর)। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস আওলাদে রাসুল (সা.) সায়্যিদ মুফতি সালমান মানসুরপুরী।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন, শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ ও পাকিস্তান করাচি দারুল উলুমের নায়েবে মুফতি মুফতি আবদুল মান্নান।   

সভাপতির বক্তব্য মধুপুরের পীর বলেন, সারা পৃথিবীতে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন জাতি ধর্মের মানুষ এদেশে একসঙ্গে বসবাস করে। বাংলাদেশের অধিকাংশ নাগরিক ইসলাম ধর্মের অনুসারী। সকল ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করছে। বাংলাদেশের মহান সংবিধানেও ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণের কথা সুস্পষ্টভাবে রয়েছে।

তিনি বলেন, মুসলমানদের আমাদের বিশ্বাস হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল। তারপরে নতুন করে কেউ নবী রাসুল হিসেবে আগমন করবে না। এটা কুরআন-সুন্নাহ ইজমা-কিয়াসের সর্বসম্মত বক্তব্য। এ বিষয়টি দ্বীন ইসলামের মৌলিক বিশ্বাস। যা অস্বীকার করলে কিংবা সন্দেহ পোষণ করলে ঈমান থাকে না। মক্কা-মদিনাসহ সারা বিশ্বের ইসলামিক স্কলাররা এ বিষয়ে একমত। কাদিয়ানি ইস্যুতে মুসলমানদের মধ্যে কোনো বিরোধ নেই।  

ওলামা মাশায়েখ সম্মেলনে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাইল নুরপুরী, বাহাদুরপুরের পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহদ, বরিশাল মাহমুদিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান মাহবুব, ঢালকানগর মাদরাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুর হক, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রমুখ।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2