• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১৯:৪১, ১৪ নভেম্বর ২০২২

আপডেট: ১৯:৫৫, ১৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আওয়ামী লীগের এক নেতা সাময়িক বহিষ্কৃত হয়েছেন। নিজে বহিষ্কার হওয়ার আগে বহিষ্কৃত নেতার পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ওই নেতা। ঘটনাটি জামালপুর জেলার।

বহিষ্কৃত নেতার নাম সুরুজ্জামান। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রবিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

লিখিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক সুরুজ্জামানের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই মর্মে একটি পোস্ট করা হয়। জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের কর্মকাণ্ড অসাংগঠনিক, বিব্রতকর ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এর আগেও তাকে এসব বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তবে বিভিন্ন সময় তিনি তা উপেক্ষা করেন।

এরপর আরও বলা হয়েছে, এ অবস্থায় তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, সুরুজ্জামানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2