বরগুনায় চলছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বরগুনায় চলছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বরগুনা সার্কিট হাউস ময়দানে বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১ টা ৪০ মিনিটে শুরু হয় সম্মেলন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছেন নেতাকর্মীরা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া, উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম।
বিভি/রিসি
মন্তব্য করুন: