• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পিরোজপুরে বিএনপির ১২০ মামলায় ৬ হাজার আসামি

পিরোজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:২৯, ৫ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
পিরোজপুরে বিএনপির ১২০ মামলায় ৬ হাজার আসামি

২০০৮ সাল থেকে পিরোজপুরে এ পর্যন্ত জেলা বিএনপি ও এর অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের ১২০ টি মামলায় ৬০০০ হাজারেরও বেশি আসামি করা হয়েছে। জেলাজুড়ে বিএনপির নেতা কর্মীদের উপর মামলা ও হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নিজ বাসভবনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।

জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, নতুন করে জেলার মঠবাড়িয়া উপজেলায় ২৫০ বিএনপি নেতাকর্মীকে গায়েবি মামলার আসামি করা হয়েছে। তাছাড়া নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগের কর্মীরা তাদের উপর হামলা চালিয়ে তাদের নামেই মামলা করেছে। রবিবার(৪ ডিসেম্বর) জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পটকা ফাটায় ও বিএনপি নেতাকর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা। 

এসময় আলমগীর হোসেন পিরোজপুর জেলার পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ থাকার আহবান জানান ।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা ও প্রমুখ ।

বিভি/রিসি

মন্তব্য করুন: