• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রাজিলের হার দেখে অজ্ঞান কিশোর, নেয়া হলো হাসপাতালে

প্রকাশিত: ০২:৪৮, ১০ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
ব্রাজিলের হার দেখে অজ্ঞান কিশোর, নেয়া হলো হাসপাতালে

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিল হেরে যাওয়ায় এক কিশোর অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কিশোর ব্রাজিল সমর্থক। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে খেলা শেষে ব্রাজিলের পরাজয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে ওই কিশোর। বরগুনা শহরে ঘটে এই ঘটনাটি।

ওই কিশোরের নাম তাহসিন আলম (১৪)। সে বরগুনার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বড় পর্দায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনালের খেলা দেখছিল তাহসিন। টাইব্রেকারে ব্রাজিলের হারে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে অন্য দর্শকরা তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্য চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তির করাতে বলেন। জ্ঞান ফেরার পর ওই কিশোর সুস্থতাবোধ করায় স্বজনরা তাকে বাসায় নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক শামসুদ্দোহা শামস জানান, অত্যাধিক চাপ ও অতিরিক্ত উত্তেজনা সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে তাসিন। তবে এখন সে সুস্থ আছে।

উল্লেখ্য, ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। আর প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।

বিভি/এজেড

মন্তব্য করুন: