• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের গোপন অঙ্গ কেটে ফেলল যুবক

প্রকাশিত: ১৭:৩২, ৬ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের গোপন অঙ্গ কেটে ফেলল যুবক

প্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের গোপন অঙ্গ নিজেই কেটে ফেলেছেন এক মাদকাসক্ত যুবক। মূলত নেশার টাকা না পেয়ে বিবাদে জড়ান তিনি। এরপর জঙ্গলে গিয়ে নিজের পুরুষাঙ্গ কাটেন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাও গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই যুবকের নাম মিসকিন আলী (৩৫)। সে ওই গ্রামের টগর আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, মিসকিন দুই সন্তানের পিতা। সে বিয়ের পর থেকেই ভবঘুরে ও নেশাগ্রস্ত। তার স্ত্রী রোমি খাতুন (৩০) গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের কাছে পানি বিক্রি করে সংসার চালায়, স্বামী নেশাগ্রস্ত হওয়ায় তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। একাধিকবার বিচ্ছেদের পর তারা পুনরায় বিবাহ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিসকিন স্ত্রীর সাথে অভিমান করে বাড়ীর পাশের জঙ্গলে গিয়ে দা দিয়ে তার পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলে। সন্ধ্যায় মিসকিন বাড়িতে ফিরে এলে পরিবারের লোকজন তার পড়নের কাপড়ে  রক্ত দেখতে পায়, একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়, বর্তমানে মিসকিন শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে , মিসকিনের নিজ বাড়ী ও তার শ্বশুর বাড়ীতে খোঁজ নিয়ে জানা গেছে ওই যুবক নিজেই পুরুষাঙ্গ কেটেছেন। এবং তিনি মাদকাসক্ত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: