• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২১, ১০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী পালনে নড়াইলে অনুষ্ঠিত ১৪দিনব্যাপী সুলতান মেলার ৪র্থ দিন অনুষ্ঠিত হল শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। শিশুদের চিত্রকর্মে ফুটে ওঠে এসএম সুলতান, সুলতানের জীবন ও কর্ম, গ্রামীণ দৃশ্যের ছবিসহ বিভিন্ন ছবি। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ৪টি গ্রুপে ২ শতাধিক শিশু শিল্পীর  অংশগ্রহনে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিবছর এ মেলায় চিত্রাংকন প্রতিযোগিতা শুক্রবার বা শনিবার হয়ে থাকে। এবছর শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় শিশুদের উপস্থিতি ছিল অন্যবারের থেকে কিছুটা কম। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে আসলেও অন্যবারের থেকে উপস্থিতির হার কম ছিল।  

চিত্রাংকন প্রতিযোগিতা শেষে ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তা, প্রতিযোগী ও অভিভাবকগণসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিভি/টিজেডএল/এজেড

মন্তব্য করুন: