• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘুরে ঘুরে অসহায় মানুষকে কম্বল বিতরণ ব্যবসায়ীর

প্রকাশিত: ১৭:৩১, ২১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
ঘুরে ঘুরে অসহায় মানুষকে কম্বল বিতরণ ব্যবসায়ীর

রাজধানীর কয়েকটি স্পটে রাস্তার পাশে-ফুটপাতে বসবাসরত গৃহহীন ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ব্যবসায়ী হাজী আলমগীর হোসেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গভীর রাতে নগরীর শাহজাহানপুর কবরস্থান, মতিঝিল এজিবি কলোনি, মালিবাগ বাজার, বায়তুল মোকারম মার্কেট, বেইলিরোড সার্কিট হাউজসহ বিভিন্ন জনবহুল এলাকায় শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

আলমগীর হোসেন জানান, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে ফুটপাতে তারা অনেক কষ্টে রাত যাপন করে বসবাস করেন।

রাতে রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফুটপাতে ঘুমানো বাস্তুহারা অসহায় মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করি। এই শীতে মানুষ অনেক কষ্ট করছে। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।

বিভি/রিসি

মন্তব্য করুন: