ঢামেকের কিডনি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০তলা ভবনের চতুর্থ তলায় কিডনি বিভাগে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১০ মিনিটে এসির লাইন থেকে এ ঘটনা ঘটে। এর পরই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চলে আসে সেখানে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে অবস্থানরত অনেকে আতঙ্কে নিচে নেমে আসেন। তাৎক্ষণিকভাবে কোন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি।
বিভি/এইচএস
মন্তব্য করুন: