স্বরূপকাঠির পেয়ারা বাগান ঘুরে দেখলেন ২৮ বিদেশি পর্যটক

ভারতীয় প্রমোদতরী গঙ্গা বিলাসের ২৮ বিদেশি পর্যটক পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ঘুরে দেখছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিলাসবহুল এই প্রমোদতরীর ২৮ জন পর্যটক স্বরূপকাঠিতে আসেন। ২৮ পর্যটকের মধ্যে ২৭ জন সুইজারল্যান্ডের ও একজন জার্মান নাগরিক ছিলেন।
জানা যায়, বরিশাল জেলার বানারীপাড়া ফেরিঘাট থেকে ট্রলারে করে গঙ্গা বিলাস জাহাজের সিইও রাজ সিং ও জার্নি প্লাস ট্যুর কোম্পানির সিইও তৌফিক রহমানের নেতৃত্বে ২৮ জন পর্যটক পিরোজপুরের স্বরূপকাঠিতে পৌঁছায়। পরবর্তীতে পর্যটকরা স্বরূপকাঠি বন্দর বাজার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পর্যটকরা স্থানীয় কাঠ ব্যবসায়ী, দোকানদার এবং জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন। পরে মাইক্রোবাস যোগে কুড়িয়ানা থেকে নবগ্রাম হয়ে পর্যটকরা বরিশালের উদ্দেশ্যে চলে রওনা দেন।
পিরোজপুরে বিদেশি পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানান নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন ও নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন। এসময় পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়।
বিভি/কেএস/এইচএস
মন্তব্য করুন: