• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেট্রোরেলের চতুর্থ স্টেশন খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ০৮:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মেট্রোরেলের চতুর্থ স্টেশন খুলছে আজ

ফাইল ছবি

মেট্রোরেলের চতুর্থ স্টেশন খুলছে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি)। সকাল ৮টা থেকে সর্বসাধারণের যাতায়াতের জন্য ‘উত্তরা সেন্টার’ স্টেশন খুলে দেওয়া হবে। এনিয়ে উত্তরা, দিয়াবাড়ী, আগারগাঁও ও পল্লবী স্টেশনের পর চতুর্থ স্টেশন হিসেবে খুলছে মেট্রোরেলের এ স্টেশনটি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা গেছে, যাত্রী চলাচলের জন্যে উন্মুক্ত করতে শেষ প্রস্তুতি হিসেবে ‘উত্তরা সেন্টার’ স্টেশনে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘শনিবার আমাদের অপারেশন টিম ‘উত্তরা সেন্টার’ স্টেশন খুলে দেবে। বর্তমানে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এখন আর এই স্টেশনে যাত্রীদের চলাচলে বাধা নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা আগেই বলেছিলাম পর্যায়ক্রমে মেট্রোরেলের স্টেশনগুলো খুলে দেওয়া হবে। প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রোরেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রোরেল ব্যবহারে এরই মধ্যে অভ্যস্ত হয়ে গেছে।’

এদিকে জনবহুল এলাকা মিরপুর-১০ এ মেট্রোরেলের স্টেশন আগামী ১লা মার্চ থেকে খুলে দেওয়া হবে। সেটি হবে মেট্রোরেলের পঞ্চম স্টেশন।

প্রসঙ্গত, ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। গত ২৮শে ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2