• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডিএনসিসি’র কর্মীদের ওপর ক্ষোভ ঝাড়লেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ১১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ডিএনসিসি’র কর্মীদের ওপর ক্ষোভ ঝাড়লেন মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের অসহযোগিতা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মেয়র আতিকুল ইসলাম। বলেন, করপোরেশনে দালালদের দৌরাত্ম দিনে দিনে বাড়ছে। 

শনিবার (১২ মার্চ) বি‌কে‌লে বনানী‌তে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লী‌গ আয়োজিত শা‌ন্তি সমা‌বে‌শে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। 

মেয়র আতিক বলেন, প্রশাসনিক জটিলতার কারণে নাগরিকরা সেবা পেতে ভোগান্তির স্বীকার হচ্ছেন। ঢাকা উত্তর সিটিতে স্বশরীরে না গিয়ে সেবা পেতে অনলাইনে আবেদন করার পরামর্শ দেন মেয়র আতিকুল ইসলামের। 

এদিকে, শান্তি সমাবেশ শুরু আগেই মহানগর উত্তর ছাত্রলীগের দু’পক্ষের মারামারির ঘটনায় নিন্দা জানান আওয়ামী লীগ নেতারা। সেই সঙ্গে বিএনপির আন্দোলনেরও সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা। 

তারা বলেন, বিএনপির সমস্ত আন্দোলন দুটি মানুষকে ঘিরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই চান না, তার মা খালেদা জিয়া রাজনীতি করুক মন্তব্য মহানগর আওয়ামী লীগ নেতাদের।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2