চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা একটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সদর দফতরের ডিউটি অফিসার আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ৫৩ মিনিটে। পরে আরও ৬টি ইউনিট যায়।
ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত চেষ্টায় ১ ঘণ্টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের ক্লান্ত কর্মীদের মাথায় পানি ঢালতে দেখা যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পাঁচতলা ভবনটির চতুর্থ তলায় সিরামিক কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। এখানে প্লাস্টিক ও সিরামিকের অন্যান্য মালামাল ছিল। বিষয়টি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। সেই ভবনের ওঠার সিঁড়িটি মাত্র দেড় ফিট চওড়া। তাই আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিভি/এইচএস
মন্তব্য করুন: