বিপদে পড়া অস্ট্রেলিয়াকে টেনে তুলছেন হেড-লাবুশানে

মাত্র ২৪১ রান করলেই বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে অস্ট্রেলিয়া। এমন লক্ষ্য সামনে নিয়ে ক্রিজে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে দলকে বিপদে ফেলে চলে যান ডেভিড ওয়ার্নার। একে একে সাজঘরে ফেরেন আরও দুই ব্যাটার মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ। তবে সেই অস্ট্রেলিয়াকে টেনে তুলছেন হেড ও লাবুশানে।
আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৪৪ রান। হেড ৬৯ ও লাবুশানে ৩২ রানে ক্রিজে আছেন। এই জুটি থেকে এসেছে ৯৭ রান। জয়ের জন্য দরকার আর ৯৭ রান। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে ২৪০ রানে অলআউট হয় স্বাগতিকরা।
টস হেরে অধিনায়ক রোহিত শর্মার সাথে উদ্বোধনী জুটিতে ৩০ রান তুলে সাজঘরে ফেরেন শুভমান গিল। উইকেটে আসেন বিরাট কোহলি। এগিয়ে যেতে থাকে দলের স্কোর। কিন্তু হাফ সেঞ্চুরির পথে থাকা রোহিতকে ৪৭ এ থামিয়ে দেন ম্যাক্সয়েল।
অজি বোলিংয়ে ৮১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। লোকেশ রাহুলকে নিয়ে লড়াই করতে থাকেন কোহলি। পুর্ণ করেন হাফসেঞ্চুরি। ৫৪ রানে থাকা কোহলিকে বোল্ড করেন প্যাট কামিন্স। ফিফটি করে ইনিংস লম্বা করতে থাকা রাহুলকে ৬৬তে থামিয়ে দেন স্টার্ক। আহমেদাবাদে হলুদ ঝড়ে ২৪০ এ অলআউট হয় টিম ইন্ডিয়া।
মিচেল স্টার্ক ৩টি, হ্যাজলউড ও কামিন্স নেন ২টি করে উইকেট। ২৪১ রানের জবাবে ট্রাভিস হিডকে নিয়ে ডেভিড ওয়ার্নার ভালো শুরু আভাস দেন। কিন্তু দলীয় ১৬তে জুটি ভাঙ্গেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ সামি। অজিদের রানের গতিতে আঘাত হানেন বুমরাহ। ফিরিয়ে দেন মিচেল মার্শকে।
দলিয় ৪৭এ স্মিথও ফিরে গেলে চাপে পড়ে অজিরা। হিডের সাথে জুটি বাঁধেন লাবুশেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৬ষ্ঠ চ্যাম্পিয়নশিপ। ভারতের চোখ তৃতীয় শিরোপায়। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৪০ লাখ ডলার।
বিভি/এজেড
মন্তব্য করুন: