• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চিকিৎসা শেষে দেশে ফিরলেন তামিম

প্রকাশিত: ১৯:৪৯, ৩১ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
চিকিৎসা শেষে দেশে ফিরলেন তামিম

চিকিৎসা শেষে দেশে ফিরলেন তামিম ইকবাল। সোমবার (৩১ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। 

পুরানো কোমরের ব্যাথার চিকিৎসা করতে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি। সেখানে অস্ত্রোপচারের কথা থাকলেও, আপাতত তা করাচ্ছেন না। জানা গেছে, কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিয়েছেন তামিম।

আফগানিস্তান সিরিজ চলাকালে গত ৬ জুলাই হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন তামিম। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরে আসেন টাইগার ওপেনার।

প্রথমে শোনা যাচ্ছিল, অস্ত্রোপচার করানো হতে পারে তামিমের। তাতে ৩ থেকে ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতো তাকে। ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়তো তার। কিন্তু শেষ পর্যন্ত তামিম ইনজেকশনের শরণাপন্ন হন। দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি ওপেনার।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2