• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত

প্রকাশিত: ১৭:৩২, ৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ দলের প্রোটিয়া সফরের এই সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।  

সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে প্রোটিয়ারা। ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইস্ট লন্ডন, বেনোনি, কিম্বার্লি ও পচেফস্ট্রুমসহ মোট চারটি শহরে। 

ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেৎসি মোলেস্কি বলেন, ‘বাংলাদেশের ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চ্যালেঞ্জ নিতে প্রোটিয়া নারী দল প্রস্তুত। এই সফরগুলো থ্রিলিং হবে এবং দলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ করে দেবে।’


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2