ঐতিহ্যবাহী হোটেল তাজমহল প্যালেসে সাকিব বাহিনী

বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থান এখন মুম্বাইয়ে। সেখানে ঐতিহ্যবাহী হোটেল তাজমহল প্যালেসে উঠেছে ক্রিকেটাররা। পুনে থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে মুম্বাইয়ের সড়কপথেই এসেছে সাকিব বাহিনী।
শনিবার (২১ অক্টোবর) কোনো অনুশীলন না থাকায় বিশ্রামে থাকবেন টাইগাররা।
মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে সাকিব বাহিনী। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি।
এর আগে, আফগানদের হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সবশেষ ভারতের কাছে হেরে ব্যাকফুটে এখন বাংলাদেশ। পেছনের বিষণ্ণতা মুছে ফেলে জয়ের ধারায় ফেরার লক্ষ্যে এবার মুম্বাইয়ে বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই টাইগারদের।
বিভি/এসকে/টিটি
মন্তব্য করুন: