বিশ্বকাপের মধ্যেই শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করলো আইসিসি

চলছে বিশ্বকাপ ক্রিকেট। আসরে ব্যর্থ হয়ে শুক্রবারই দেশে ফিরেছে শ্রীলঙ্কা। দেশে ফিরেই পুরো টিম শুনলো দুঃসংবাদ। শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। মূলত ক্রিকেট বোর্ডের পরিচালনায় সরকারের হস্তক্ষেপের কারণেই তাদের নিষিদ্ধ (সাসপেন্ডেড) করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
শুক্রবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে সেই খবর জানিয়েছে তারা। ফলে নির্বাসন না উঠলে আইসিসি-র আর কোনও প্রতিযোগিতায় দেখা যাবে না শ্রীলঙ্কাকে। প্রসঙ্গত, পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে সেই প্রতিযোগিতার ভাগ্য ঝুলছে।
শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তাদের বোর্ড শুক্রবার বৈঠকে বসেছিল। সেখানেই ঠিক হয়েছে যে সদস্যদেশ হিসাবে শ্রীলঙ্কা ক্রিকেট গুরুতর নিয়ম ভেঙেছে। আইসিসি-র সদস্য হিসাবে তাদের স্বাধীন সংস্থা হিসাবে কাজ করার কথা। কোনও সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সেই নিয়ম মানা হয়নি। আগামী ২১ নভেম্বর আবার আইসিসির বৈঠক রয়েছে। সে দিন আবার বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানে হারের ধাক্কার পরে শ্রীলঙ্কার গোটা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে দিয়েছিল সে দেশের সরকার। অন্তর্বর্তী বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুরনো বোর্ডকে দায়িত্বে ফিরিয়ে আনে শ্রীলঙ্কার আদালত।
বিভি/এজেড
মন্তব্য করুন: