মিলারের নায়কোচিত শতকে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো দ.আফ্রিকা

সবার ব্যর্থতার ভিড়ে উজ্জ্বল ইনিংস খেলে শতক তুলে নিয়েছেন মিলার
বিশ্বকাপের ফাইনালে যেতে অস্ট্রেলিয়ার দরকার মাত্র ২১৩ রান। কলকাতার ইডেন গার্ডেনে আগে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে ২১২ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। দ্রুত উইকেট পতনের পরও ডেভিড মিলারের নায়কোচিত শতকে দুশো পেরোনো স্কোর গড়েছে প্রোটিয়ারা।
বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকার কাছে ফাইনালের স্বপ্নই এখনো অধরা। বারবার বড় ম্যাচে খেই হারিয়ে ফেলে প্রোটিয়ারা। এবারও সেই একই দশা। সেমিফাইনালে আরো একবার চোকার্স এ পরিণত হলো দক্ষিণ আফ্রিকা।
কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ডেভিড মিলারের সেঞ্চুরির পরও, টপ অর্ডারের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১২ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। এবারের বিশ্বকাপে দারুণ খেলে সেমিফাইনালে উঠে আসে টেম্বা বাভুমার দল। তবে শেষ চারে অজিদের বিপক্ষে লড়াইয়ে নেমে ধুঁকতে হচ্ছে তাদের।
বিশ্বকাপ বা বড় কোন ক্রিকেট আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ নিতে না পারার যে ঐতিহ্য তাদের, তাও যেন আবারো প্রমান হলো। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানে অধিনায়ক বাভুমাকে সাজঘরে পাঠান মিচেল স্টার্ক। শূন্য রান করেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। ৩ রানে করে হ্যাজলউডের শিকার হন ইনফর্ম কুইন্টন ডি কক। এরপর ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্করামও দ্রুত ফিরে গেলে; ২৪ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
পঞ্চম উইকেটে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার চেষ্টা করছেন দলকে লড়াইয়ে ফেরাবার। কিন্তু অকেশনাল বোলার টিম হেডের পর পর দুই ডেলিভারিতে ক্লাসেন ৪৭ এবং মার্কো ইয়েনসেন শূন্য রানে ফিরে গেলে; ১১৯ রানে ৬ষ্ঠ উইকেট হারিয়ে; ব্যাকফুটে চলে যায় প্রোটিয়ারা। তবে ডেভিড মিলার একপ্রান্তে একা লড়ে, ৫ ছক্কায় ১০১ রান করলে; দলীয় ইনিংসে দু'শ পার করে দক্ষিণ আফ্রিকা।
বিভি/এজেড
মন্তব্য করুন: