• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভোরে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা, মেসি থাকলেও নেইমার নেই

প্রকাশিত: ২১:১৬, ১৬ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ভোরে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা, মেসি থাকলেও নেইমার নেই

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। হোম ম্যাচে বুয়েন্স আয়ার্সে লা বোম্বোনেরায় উরুগুয়েকে আতিথ্য দেবে লিওনেল মেসির বিশ্ব চ্যাম্পিয়ন দল। নেইমার বিহীন ব্রাজিল অ্যাওয়ে ম্যাচে ব্যারেনকুইল্লাতে লড়বে কলম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে ম্যাচ দু'টি। 

বিশ্বকাপের বাছাই পর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লিওনেল মেসির আর্জেন্টিনা। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়নরা। সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন ৩৬ বছরের মেসি। চার ম্যাচের তিনটি খেলে গোল তার তিনটি। 

ইকুয়েডরের বিপক্ষে একটি ও পেরুর বিপক্ষে মেসির দুটি গোলই আর্জেন্টিনার জয়ের ব্যবধান। ইনজুরির কারণে প্যারাগুয়ের বিপক্ষে খেলেননি মেসি। উরুগুয়ের বিপক্ষে হোম ম্যাচের জন্য শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ লিওনেল স্কালোনি। ফুটবল ম্যাজেশিয়ান মেসি, অ্যাঞ্জেলো ডি মারিয়াদের নিয়ে সাজিয়েছেন রণকৌশল। 

স্কালোনি বলেন, মেসি ফিট, আছেন ভালো। যদিও গত ২৫ দিনে একটি ম্যাচ খেলেছেন তিনি। মেসির সাথে ডি মারিয়া, নিকো গঞ্জালেস, হুলিয়ান আলভারেজরা অনুশীলনে ভালো করছেন। উরুগুয়ের বিপক্ষেও জয়ের ধারায় বজায় থাকবে আশা করছি।

কাতার বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত অজেয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঘরের মাঠে পরিস্কার ফেভারিট। তবে নিজেদের সামর্থ্যে আস্থা রেখে স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে তারা। 

চার খেলায় দুটি জয় ও এক ড্র'তে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ব্রাজিল। হাঁটুতে অস্ত্রোপচারের কারণে নেইমরাকে কলম্বিয়ার বিপক্ষে পাচ্ছেননা কোচ ফের্নান্দো দিনিজ। চার ম্যাচে দুই গোল নেইমারের। আগামী বছর কোপা আমেরিকার আগে মাঠে ফেরার সম্ভাবনা কম তার। 

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের অনুপস্থিতি দলটির আক্রমণের শক্তি অনেকটাই কমিয়ে দিতে পারে। আছে সবশেষ দুই ম্যাচে ব্যর্থতার হতাশা। তবে ভিনিসিউস-রাফিনিয়ারা নেইমারের শূন্যতা পূরণে সক্ষম, বিশ্বাস ব্রাজিলের  অন্তবর্তীকালিন কোচ ফের্নান্দো দিনিজ। দলে প্রথমবার ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড এন্দ্রিক। প্রতিভাবান এই ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদী সেলেসাওদের কোচ। 

দিনিজ বলেন, মাঠে নেইমারের ভূমিকা নেয়ার বিষয়ে কাউকে ভাবতে হবে না। আমাদের অত্যন্ত প্রতিভাবান একটা প্রজন্ম আছে। অনেকেই  দায়িত্ব নিতে পারে। খেলোয়াড়দের ভারমুক্ত থেকে সেরাটা উজাড় করে দিতে হবে। কলম্বিয়া কেমন দল সেটা আমরা জানি। ম্যাচটা কঠিন হতে পারে। তবে আমরা খুব ভালভাবেই প্রস্তুত।

৪ ম্যাচে ১টি জয় ও তিনটি ড্র'তে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে আছে কলম্বিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমিহ করলেও ঘরের মাঠে মর্যাদা রক্ষার লক্ষ্য তাদের। 
 

বিভি/এজেড

মন্তব্য করুন: