• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে বিরাট আয়োজন

প্রকাশিত: ২১:০৭, ১৮ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে বিরাট আয়োজন

ফাইল ছবি

জমকালো সমাপনী অনুষ্ঠানে স্মরণীয় হতে যাচ্ছে ভারত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। তারার মেলা বসবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারতের জনপ্রিয় সংগীত শিল্পীদের সাথে মঞ্চ মাতাবেন হলিউড পপস্টার ডুয়া লিপা। থাকবেন বিশ্বকাপজয়ী ক্রিকেট লিজেন্ডরা। আগামীকাল দুপুর আড়াইটায় মাঠে গড়াবে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারতের ফাইনাল ম্যাচটি। তার ঘণ্টাখানেক আগে শুরু হবে সমাপনি অনুষ্ঠান। 

বহুল প্রতীক্ষার বিশ্বকাপ, তাঁর চূড়ায় দাঁড়িয়ে। স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ২০১১ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলো ভারত। আবারো নিজেদের দেশে বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলিরা। বৈশ্বিক আসরের শিরোপার জন্য লড়বে স্বাগতিকরা। আর সেখানে জাঁকজমক থাকবে না, তা কি হয়? নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছিলো উদ্বোধনী অনুষ্ঠান। তবে সমাপনিকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট বোর্ড। চমক আর আকর্ষণ থাকছে জাঁকজমক আয়োজনে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত ৫ অক্টোবর বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয়েছিল। ১০টি ভেন্যু ঘুরে ৪৭টা ম্যাচ শেষে এখানেই নামতে যাচ্ছে ১৩তম বিশ্বকাপের পর্দা। এক লাখের বেশি দর্শক ধারণক্ষম এই স্টেডিয়ামে সুরের ঝংকার তুলবেন ভারতের বেশ ক’জন জনপ্রিয় সংগীত শিল্পী। গান গাইবেন জনপ্রিয় গায়ক প্রীতম, অমিত মিশ্র, শ্রীরাম চন্দ্র, নাকাশ আজিজরা।  

বিশ্বকাপের থিম সং ‘দিল জাসন বলে’ গানে কণ্ঠ দেয়া চরণ ‘খিচ মেরি ফটো’ কিংবা ‘সানাম তেরি কাসাম’-এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দেয়া আকাশও পারফর্ম করবেন সমাপনী অনুষ্ঠানে।

মঞ্চ মাতাবেন টরন্টোর নাইটিঙ্গেল নামে পরিচিত ইন্দো-কানাডিয়ান গায়িকা জোনিতা গান্ধী। ইয়ুথ সেনসেশন হলিউডের আলবেনিয়ান পপস্টার ডুয়া লিপা। 

হাই ভোল্টেজ ফাইনাল উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে। বিশ্বকাপজয়ী সব অধিনায়ককে ফাইনালে আমন্ত্রন জানিয়েছে আইসিসি। ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি ছাড়াও থাকতে পারেন অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। বিসিসিআইয়ের তরফ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হবে তাঁদের । 

সমাপনির বিশেষ আকর্ষণে আমেদাবাদের আকাশে কামাল দেখাবে ভারতীয় বিমানবাহিনীর ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম'। ১০ মিনিটের আকর্ষণীয় এয়ার শো তে থাকবে নয়’টি বিমান। আকাশে কখনও ভিক্ট্রি ফরমেশন, কখনও বা ব্যারেল রোলের প্রদর্শনী তুলে ধরে এই দল। ফাইনালেও থাকছে এমনই কিছু চমক। সাদামাটায় যার শুরুউ, তার শেষটা রঙিন করতে সব আয়োজনই সম্পন্ন, এখন শুধু সময়ের অপেক্ষা।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: