• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফাইনালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, মাঠে ঢুকে কোহলিকে জড়িয়ে ধরলেন কে?

প্রকাশিত: ১৭:১৫, ১৯ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ফাইনালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, মাঠে ঢুকে কোহলিকে জড়িয়ে ধরলেন কে?

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে বিশ্বকাপের ফাইনাল। জমজমাট ম্যাচ দেখতে দর্শকাসনে রয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসের। তারপরেও ফাইনালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

ভারতের ইনিংসের ১৪তম ওভারে ঢুকে পড়লেন এক দর্শক। খেলা ৪৫ সেকেন্ড বন্ধ রাখতে হয়। রাজনৈতিক বার্তা লেখা জার্সি এবং মুখে ফিলিস্তিনের পতাকা আঁকা মাস্ক পরে মাঠে ঢুকে পড়েন তিনি।

সেই সময় বল করছিলেন অ্যাডাম জাম্পা। ব্যাট করছিলেন বিরাট কোহলি। চতুর্থ বলের আগেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তিনি সটান চলে যান কোহলির কাছে। তার সাদা জার্সিতে লেখা ছিল ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’। অর্থাৎ ফিলিস্তিনে বোমা ফেলা বন্ধ করো। তিনি কোহলিকে জড়িয়ে ধরেন। স্বাভাবিক ভাবেই কোহলি অপ্রস্তুত হয়ে ওই দর্শককে সরিয়ে দিতে চান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যান।

এভাবেই কোহলির দিকে ছুটে আসেন ওই দর্শক

ফাইনালে মোদী আসবেন বলে ম্যাচের আগের দিন থেকে কড়া নিরাপত্তা ছিল। নির্ধারিত এলাকার বাইরে গেলেই তেড়ে আসছিলেন নিরাপত্তারক্ষী এবং পুলিশেরা। সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছিলেন সেই এলাকা থেকে। স্থানীয় পুলিশ এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর ব্যস্ততা ছিল তুঙ্গে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রত্যেকে সতর্ক ছিলেন। তা সত্ত্বেও সে ধরনের ঘটনা এড়ানো গেল না।

বিভি/এজেড

মন্তব্য করুন: