• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ক্রিস গেইলকে পেছনে ফেলে ছক্কা হাঁকানোয় শীর্ষে রোহিত

প্রকাশিত: ১৮:১৭, ১৯ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ক্রিস গেইলকে পেছনে ফেলে ছক্কা হাঁকানোয় শীর্ষে রোহিত

ওয়ানডে ইতিহাসে নির্দিষ্ট কোন দলের বিপক্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।  ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙ্গে শীর্ষ স্থান দখল করলেন রোহিত। 

রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩১ বলে ৪৭ রান করেন রোহিত। ইনিংসে ৩টি ছক্কায় এক প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ওভার বাউন্ডারির মালিক হন তিনি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ওয়ানডেতে ৮৬টি ছক্কা মেরেছেন রোহিত। এতদিন ইংল্যান্ডের বিপক্ষে ৮৫টি ছক্কা মেরে রেকর্ডের মালিক ছিলেন গেইল। 

এই তালিকার তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। শ্রীলংকার বিপক্ষে ৬৩টি ছক্কা আছে ওয়ানডেতে সর্বোচ্চ ওভার বাউন্ডারির মালিক আফ্রিদির। ওয়ানডেতে ৩৫১টি ছক্কা মেরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। 

৩৩১টি ছক্কা মেরে তৃতীয়স্থানে আছেন গেইল। ৩২৩টি ছক্কায় পরের স্থানেই আছেন রোহিত। 

বিভি/এজেড

মন্তব্য করুন: