• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগামী সিরিজের কোনো ফরম্যাটেই খেলবে না সাকিব, জানিয়ে দিলো বিসিবি

প্রকাশিত: ২১:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
আগামী সিরিজের কোনো ফরম্যাটেই খেলবে না সাকিব, জানিয়ে দিলো বিসিবি

ঘরের মাঠে আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট; কোন ফরম্যাটেই খেলছেন না নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনুস। 

ব্যক্তিগত কারণ আর চোখের সমস্যা ও চিকিৎসার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে আগেই সিরিয়ে নিয়েছিলেন সাকিব।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জালাল ইউনুস জানিয়েছেন, টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। বিসিবির এই গুরুত্বপূর্ণ পরিচালক জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন টাইগার অলরাউন্ডার। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর আর জাতীয় দলে কোন ফরম্যাটেই খেলেননি সাকিব। যদিও বিপিএল-এ রংপুর রাইডার্সের হয়ে খেলছেন।

এ বছর জুনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। দলের সেরা তারকাকে ছাড়াই শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। পয়লা মার্চ ঢাকায় আসছে শ্রীলংকা ক্রিকেট দল।  

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2