• NEWS PORTAL

  • সোমবার, ২৪ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বৃষ্টিতে ভারত-কানাডা ম্যাচ পরিত্যক্ত

প্রকাশিত: ০০:১৫, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
বৃষ্টিতে ভারত-কানাডা ম্যাচ পরিত্যক্ত

ছবি: বৃষ্টিতে ভেজা মাঠ পর্যবেক্ষণ করছেন ম্যাচ রেফারিরা

বৃষ্টিতে আরও একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলো। শনিবার (১৫ জুন) ভারত-কানাডা ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। শুক্রবারও যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ ভেসে গিয়েছিলো বৃষ্টিতে।

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটের দৌড় থেকে ছিটকে যায় পাকিস্তান। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সুপার এইটে উঠে যায়  যুক্তরাষ্ট্র। 

ভারত আগের তিন ম্যাচ জিতে গ্রুপ ‘এ’র প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে সুপার এইট। অন্যদিকে আগের তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া কানাডার বিদায়ও গতকালই নিশ্চিত হয়ে যায়। যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করতেই পাকিস্তানের সঙ্গে বিদায়ঘণ্টা বেজে যায় কানাডারও।

শনিবার রাতে বিশ্বকাপের আরেকটি ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডে নামিবিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়ার কথা ছিলো এই ম্যাচ। কিন্তু এই ম্যাচেও পড়েছে বৃষ্টির থাবা। 

অ্যান্টিগায় স্থানীয় সময় সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে যদি নামিবিয়ার বিপক্ষে ইংলিশদের ম্যাচ ভেসে যায়, তাহলে স্কটল্যান্ড পৌঁছে যাবে সুপার এইটে। তিন ম্যাচে স্কটিশদের পয়েন্ট এখন ৫, ইংলিশদের পয়েন্ট ৩। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ইংল্যান্ডের পয়েন্ট হবে ৪। আজ নামিবিয়াকে হারাতে পারলেই কেবল সুপার এইটের দৌড়ে টিকে থাকবেন জশ বাটলাররা।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2