• NEWS PORTAL

  • সোমবার, ২৪ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুপার এইটের ভাগ্য খুলেছে ইংল্যান্ডের

প্রকাশিত: ১১:৪২, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
সুপার এইটের ভাগ্য খুলেছে ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ডের হারে সুপার এইটের ভাগ্য খুলেছে ইংল্যান্ডের। সেন্ট লুসিয়ায় স্কটিশদের দেওয়া ১৮১ রানের টার্গেট দুই বল হাতে রেখে আগে পাঁচ উইকেটে টপকে যায় অজিরা। আগেই সুপার এইটে উঠে যাওয়া অস্ট্রেলিয়া টানা চতুর্থ জয়ে শেষ করলো গ্রুপ পর্ব। 

বৃষ্টির বাধায় পড়া দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে বৃষ্টি আইনে ৪১ রানে হারিয়ে ইংল্যান্ড তাকিয়েছিলো এই ম্যাচের দিকে। কারণটাও সংগত। ইংলিশদের কাছে নেট রানরেটে পিছিয়ে পড়া স্কটল্যান্ড হারলেই কেবল সুপার এইটের ভাগ্য খুলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে বাংলাদেশ সময় রবিবার (১৬ জুন) সকাল সাড়ে আটটায় শুরু হয় 'বি' গ্রুপের ম্যাচটি। টস হেরে ব্যাটিং পেয়ে স্কটিশরা পাঁচ উইকেটে করে ফেলে ১৮০ রান। তিন নম্বরে ব্র্যান্ডন ম্যাককুলেন ৩৪ বলে সর্বোচ্চ ৬০, ওপেনার জর্জ মুন্সে ২৩ বলে ৩৫ ও অধিনায়ক রিচি বেরিংটন ৩১ বলে ৪২ রান করেন। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ডেভিড ওয়ার্নারকে হারানো অস্ট্রেলিয়া ৮ ওভার দুই বলে ৬০ রান তুলতে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলকেও হারিয়ে বসে।

চতুর্থ উইকেটে ট্রাভিস হেড ও মার্কাস স্টয়নিস ৪৪ বলে ৮০ রান দুলে জয়ের ভিত গড়েন। হেড ৪৯ বলে ৬৮, স্টয়নিস ২৯ বলে ৫৯ করে ফেরার পর ম্যাথিউ ওয়াডেকে নিয়ে টিম ডেভিড শেষ তিন ওভারে ২৬ রানের টার্গেট দুই বল হাতে রেখেই টপকে যান। হেড ১৪ বলে ২৪, ওয়ানডে পাঁচ বলে ৪ রানে অপরাজিত থাকেন।  

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2