• NEWS PORTAL

  • বুধবার, ২৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছোট প্রতিপক্ষ হলেও নেপালকে হালকাভাবে দেখছে না বাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৪, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
ছোট প্রতিপক্ষ হলেও নেপালকে হালকাভাবে দেখছে না বাংলাদেশ

মাত্র একটি জয়। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত হবে বাংলাদেশের। সে লক্ষ্যে সোমবার (১৭ জুন) নেপালের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। যদিও কাগজে-কলমে নেপাল ছোট দল হলেও, তাদের খাটো করে দেখছে না বাংলাদেশ। সেজন্য নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে খেলার কথা জানান টাইগার পেসার তানজিম হাসান সাকিব। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব আরও বলেন, ‘এটা মোটেও চাপের কিছু না। আমরা আমাদের শতভাগ দেবো, সেরাটা দেয়ার চেষ্টা করব। টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট-বড় দল নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি। মাত্র ২০ ওভারের খেলা, কখন মোমেন্টাম বদলে যায়, কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে নেয়ার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করব।’

শরিফুল ইসলামের ইনজুরিতে ভাগ্য খোলে তানজিম সাকিবের। এরপর দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে সেই জায়গা জায়গাটা একপ্রকার নিজের করে নিয়েছেন তিনি। কারো অনুপস্থিতিতে সুযোগ পাওয়া নিয়ে এই পেসারের ভাষ্য, ‘ম্যাচ খেলব কি খেলব না এটা নিয়ে ভাবি না। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করি। কম্বিনেশনের কারণে না খেলা হলে আলাদা ব্যাপার। আমি সবসময় প্রস্তুত থাকি। সুযোগ পেলে তিন বিভাগেই শতভাগ দেয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে দল যেন সর্বোচ্চটা পায়, দলের জন্য আমি শতভাগ দিতে চাই মাঠে, এটাই আমার কাজ।‘

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2