• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কয়েক ঘণ্টা পর টি-২০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, যেমন থাকবে আবহাওয়া

প্রকাশিত: ১৪:৫৬, ২৯ জুন ২০২৪

আপডেট: ১৫:৩৬, ২৯ জুন ২০২৪

ফন্ট সাইজ
কয়েক ঘণ্টা পর টি-২০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, যেমন থাকবে আবহাওয়া

টি-২০ বিশ্বকাপের নবম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজ (শনিবার) বার্বাডোজে। এবারের ফাইনালে লড়বে এখন পর্যন্ত অপরাজিত থাকা দুই দল-ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনাল ম্যাচের দিন সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার।

অ্যাকু ওয়েদারের তথ্য অনুযায়ী, শনিবার (২৯ জুন) খেলার সময় আকাশ মেঘলা থাকবে। ম্যাচের দিন বজ্রপাতসহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বার্বাডোজে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে খেলা শুরু হবে। সেই সময় পূর্ব দিক থেকে ঘণ্টায় ৩৫ কিলোমিটার গতিতে হাওয়া বইবে। তিন মিলিমিটার বৃষ্টি পর্যন্ত হতে পারে। আর্দ্রতা থাকেব ৭৮ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

দুপুরের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কমবে। বৃষ্টির সম্ভাবনাও কিছুটা কমবে। ৪১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। আর্দ্রতাও বাড়বে। যদিও ম্যাচ খুব বেশি হলে দুপুর পর্যন্ত চলবে। তাই সন্ধ্যায় বৃষ্টি হলে তার প্রভাব ম্যাচে পড়বে না।

বড় মঞ্চে দুর্দান্ত শুরু করে শেষ বেলায় খেই হারানোর কারণে ‘চোকার্স’ তকমাটাও জুড়ে গেছে প্রোটিয়াদের সঙ্গে। একক আধিপত্য দেখিয়ে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। চলমান টি-২০ বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।

এদিকে গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। সেই লজ্জার হার হয়তো কখনও ভুলতে পারবে না ভারতীয়রা। তবে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে সেই হারের প্রতিশোধ ভালোভাবেই নিয়েছে রোহিত-কোহলিরা। এই ম্যাচে ইংলিশদের ৬৮ রানে হারিয়ে নয় বছর পর টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

সবশেষ ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ভারত। সেবার লঙ্কানদের কাছে শিরোপা খুইয়েছিল ধোনির দল। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও শিরোপা ঘরের তুলতে পারেনি রোহিত-কোহলিরা। এবার আরও একটি সুযোগ শিরোপা খরা কাটানোর।

 

বিভি/এসকে/টিট

মন্তব্য করুন: